জয়পুরহাটে মতিন হত্যা মামলা রায়ে পিতা-পুত্রসহ ৭ জনের ফাঁসি

জয়পুরহাটের চাঞ্চল্যকর আব্দুল মতিন হত্যা মামলার রায়ে পিতা-পুত্রসহ সাত আসামীর ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকালে জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এ আদেশ প্রদান করেন।আদালত সুত্র জানায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে জয়পুরহাট সদর উপজেলার ধারকী মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহতের বড় ভাই শাহ আলম একই গ্রামের নয় জনকে আসামী করে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় দীর্ঘ শুনানির পর বুধবার জেলা ও দায়রা জজ মো: আব্দুর রহিম ৭ জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এ ছাড়াও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

ফাঁসির দন্ড প্রাপ্তরা হচ্ছেন ওয়াজেদ আলী, তার দুই ছেলে আনু, আবু হাসান এবং চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দিন, মন্তাজ ও মুন্টু।এ মামলার অপর আসামী মাহবুব আলম বাবুকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় জামিনে গিয়ে মন্টু পলাতক রয়েছেন । মন্তাজ মামলা চলাকালীন মারা যায়।সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সহযোগীতায় ছিলেন এ্যাড: আব্দুর রহমান ও মোস্তাফিজুর রহমান, আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবু ইউসুফ মো: খলিলুর রহমান ও এ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।