গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে বটি দা’ দিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাইকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক বুধবার দুপুরে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আবুল কালাম আজাদ ওরফে কালু (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিরাশ পাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুরের টঙ্গীর মিরাশ পাড়া এলাকার বাড়িতে মালু মিয়া (২৫) ও তার বড় ভাই আবুল কালাম আজাদ ওরফে কালু সপরিবারে বসবাস করতেন। গত ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার খাওয়া নিয়ে ও পারিবারিক কলহের জের ধরে মালু মিয়ার (২৫) সঙ্গে তার বড় ভাই আবুল কালাম আজাদ ওরফে কালুর কথা কাটাকাটি হয়। ঝগড়া বিবাদের একপর্যায়ে আবুল কালাম আজাদ ওরফে কালু বটি দা’ দিয়ে তার ছোট ভাই মালু মিয়ার গলার পাশে (গর্দানে) ও বুকে কুপিয়ে পালিয়ে যায়। স্বজনরা আহত মালু মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে পরদিন টঙ্গী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৬ জুন আবুল কালাম আজাদ ওরফে কালুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। শুনানী শেষে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী আদালতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ ও আসামী পক্ষে ছিলেন আইনজীবী মো: ইউসুফ আলী।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।