কুয়াকাটায় ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে উদ্ধার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্রে ইলিশ শিকারে গিয়ে এফবি মায়েরদোয়া নামের একটি মাছধরা ট্রলার ১৮ জেলেসহ ডুবে যায়।এসময় পাশে থাকা অপর একটি মাছধরা ট্রলারের জেলেরা ওই ১৮ জেলেকে উদ্ধার করে পাথরঘাটা নিয়ে যান। বুধবার সকালে কুয়াকাটা আলীপুর এলাকার ওই ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া মাছধরা ট্রলারটি ও মাছধরার সরঞ্জাম উদ্ধার করা যায়নি।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আনছার উদ্দান মোল্লা এ তথ্য জানিয়েছেন। এদিকে নিম্নচাপের করণে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকার করতে না পেরে শত শত ট্রলার মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে ফিরে এসেছে।পায়রা সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হলেও সমুদ্র অস্বাভাভিক উত্তাল থাকায় উপকূলীয় পোতাশ্রয়ে শিববাড়ীয়া নদীতে সকাল থেকে সহ¯্রাধিক মাছধরার ট্রলার অবস্থান নেয়।জানা গেছে, জেলেরা ৭/৮ দিন সমুদ্রে অবস্থানের প্রস্তুতি নিয়ে গভীর বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে গিয়েছিল। হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল হয়ে উঠে। ফলে মাছ শিকার না করে এসব জেলেরা শূন্য হাতে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

মঠবাড়িয়া উপজেলার তুশখালী এলাকার এফবি রাকিব ট্ররারের জেলে সোহেল জানান, সোমবার সকালে পাথরঘাটা মোহনা থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় মৎস্যবন্দর আলীপুরে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এতে তাদের ট্রলারে বরফ, চাল ও জ্বালানিসহ অন্তত ৮০ হাজার টাকা লোকসান হবে।বরগুনার বড়ইতলা এলাকার জেলে সোবহান জানান, সাগরে প্রচুর মাছ আছে, কিন্তু সাগর উত্তাল থাকায় ফিরে আসতে হয়েছে। আবহাওয়া ভালো হলেই ট্রলার নিয়ে আবার সমুদ্রে নামবেন বলে জানিয়েছেন।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপ থাকার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে নিম্নচাপটি শক্তিশালী নাও হতে পারে। আরও দু-একদিন পরে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।