কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তৈরি ‘হ্যালো সিটি’ অ্যাপে আসা তথ্যেই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনাকারী মারজানের পরিচয় জানা গেছে। সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে ‘হ্যালো সিটি’ সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অ্যাপটিতে আসা মারজান সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে অনুসন্ধানে নামে গোয়েন্দারা। এরপর তার বিস্তারিত পরিচয় জানা গেছে।
সূত্র আরও জানায়, নুরুল ইসলাম মারজান পাবনা জেলার হেমায়েতপুরের নিজামউদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে নিখোঁজ মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালরেয়র আরবি বিভাগের ছাত্র ছিলেন। যদিও মারজান চবির ছাত্র কিনা তা নিশ্চিত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড মারজানের তথ্য চেয়ে ছবি প্রকাশ করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, আমরা মারজান সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা যাবে।
এ প্রসঙ্গে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত উপ-কমিশনার ও মহানগর গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান ছানোয়ার হোসেন বলেন, হ্যালো সিটিতে আসা তথ্য অনুসন্ধান করে মারজানের পরিচয় জানা গেছে। আরও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।