সিরিয়ার আলেপ্পোতে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনার দ্বারপ্রান্তে চলে এসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে রাশিয়া নিউজ এজেন্সি (আরআইএ) এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে। সম্প্রতি আলেপ্পোতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বিদ্রোহীরা। এ শহরে প্রায় ২০ লাখ মানুষ বাস করেন। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই যুদ্ধ চলছে।
দীর্ঘ ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন জানিয়ে আসছে রাশিয়া। বিপরীতে ক্ষমতা থেকে আসাদকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিন পর উভয় দেশ গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের জন্য আলোচনা শুরু করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা জানিয়েছিলেন, আলেপ্পো ও সর্বোত অস্ত্রবিরতি নিয়ে জেনেভাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা আলোচনা করেছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকান সহকর্মীদের সঙ্গে আলোচনায় আমরা খুব কাছাকাছি অবস্থান করছি। আলেপ্পো নিয়ে একটি পরিকল্পনার খুব কাছাকাছি আমরা। এর ফলে আমরা যৌথভাবে আলেপ্পোতে লড়াই করতে শুরু করতে পারব। যা সংঘর্ষ কবলিত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে। রুশ প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডেউ-এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আলোচনার রিপোর্ট দেখেছি কিন্তু এখনও ঘোষণা করার মতো কিছু নাই। আমরা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তিনি জানান, সিরিয়ায় অস্ত্রবিরতির জন্য জাতিসংঘ চাপ অব্যাহত রেখেছে।
সূত্র: রয়টার্স।