Gazipur 4 Dibir Arrist Picগাজীপুরে রবিবার ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, দুটি ধারালো ছোরা, সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জেহাদি বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়াচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৩), নাটোরের লালপুর থানার ধুপইল গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে আলী (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার রায়ের গ্রাম এলাকার রুহুল আমীনের ছেলে মোঃ জাহিদ হোসেন (২৪) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার জোয়ানের চর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ জাহিদুল ইসলাম।

গাজীপুর পুলিশ লাইনে রবিবার রাত সাড়ে আটটায় এক ব্রিফিংএ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বসুগাঁও এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় শিবিরের ৪ সক্রিয় কর্মীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪টি তাজা ককটেল, বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়। তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।