IMG_9939

‘ফকির লালন সাঁইজির ঘরানার ভাবশিষ্যদের সম্মিলনী ও ভাবগীত পরিবেশনা’ শীর্ষক গত ১১ আগস্ট থেকে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ১৫৫জন বাউল শিল্পীর অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায় শুরু হয়েছে মরমী গানের আসর। প্রথম সন্ধ্যায় ‘সবলোকে কয় লালন কি জাত সংসারে’ দ্বিতীয় সন্ধ্যায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং আজ তৃতীয় দিনে সমাপনী সন্ধ্যায় বাউল সংগীত পরিবেশন করবে ফকির শরীফ সাধু, ফকির বাউল শুভা বিশ্বাস, ফকির শাহ আলম স্বপন, ফকির ইয়াকুব, ফকির নিজাম শাই, ফকির বাউল মোহিনী সরকার, ফকির বাউল গনেশ বসু ফকির নইর সাহ্, ফকির হৃদয় সাহা এবং বাউলগুরু পাগলা বাবলুসহ পরিবেশন করেন ‘সত্যবল সুপথে চল ওরে আমার মন’ শীর্ষক মরমী গানের আসর। এছাড়াও আয়োজনে শুরু হয়েছে বাউল সংগীত বিষয়ক দুইমাসব্যাপী কর্মশালা।

আজ একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বাউল সংগীত সংরক্ষণ বিষয়ক আলোচনা বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য ‘বাউল সংগীত’ সংরক্ষণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আক্তারী মমতাজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব জনাব মোঃ মনজুর হোসেন, ড. এ কে এম শাহনাওয়াজ, মুক্তিযোদ্ধা নহির সাহ্, কিরণ চন্দ্র রায়, ফকির হৃদয় সাঁই ও বাউলগুরু পাগলা বাবলু।

‘জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক বাউল শিল্পীদের পদযাত্রা

আগামিকাল ১৪ আগস্ট সকাল ১০টায় ‘জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক বাউল শিল্পীদের পদযাত্রা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার। ‘জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক বাউল শিল্পীদের পদযাত্রা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি।