হান্নান শাহ

বিএনপির কমিটি নিয়ে চাপা ক্ষোভ আর অসন্তোষ এবার প্রকাশ্যে এসেছেÑকমিটির বিভিন্ন বিষয় নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধও। দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, কমিটিতে জায়গা হয়নি ত্যাগী-যোগ্য অনেক নেতা-কর্মীর বরং ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থীদের সুপারিশে অনেকে নেতা হয়েছেন। পদ বঞ্চিতদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

১/১১ এর সময় যারা মান্নান ভূঁইয়ার পেছনে ঘুরঘুর করেছে এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে গালিগালাজ করেছেন তারা অনেকে নতুন কমিটিতে পদ পেয়েছেন।তবে কমিটিতে বাদ পড়া নেতাকর্মীদের ধৈর্য্য ধরতে হবে উল্লেখ করে হান্নান শাহ বলেন, যারা বাদ পড়েছেন সময়ের তাগিদে ষড়যন্ত্রকারীদের বাদ দিয়ে ত্যাগীদের কমিটি স্থান দিতে হবে।

দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।