রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী ছিলেন মারজান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সময় জঙ্গিদের সঙ্গে মারজান নামে একজনের সঙ্গে যোগাযোগ ছিলো বলে ধারণা করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মারজানের ছবি প্রকাশ করে তাকে গ্রেফতারে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকা সন্দেহভাজন এ ব্যক্তির সাংগঠনিক নাম ‘মারজান’।

তার পরিচয় সম্পর্কে জানা থাকলে ‘হ্যালো সিটি’ অ্যাপসের মাধ্যমে অবহিত করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, মারজানের বিষয়ে তথ্য পাওয়ার জন্য তার ছবি প্রকাশ করা হয়েছে। সে বাংলাদেশের নাগরিক এবং উচ্চশিক্ষিত। সে জেএমবির অন্য সদস্যদের কাউন্সিলিংও করতো।