আত্মসমর্পণ করবেন রিজভী!

মতিঝিল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার বিশ্বাস পরোয়ানা জারির বিষয়টি জানান।একইসঙ্গে আদালত এ মামলায় তার গ্রেফতার-সংক্রান্ত কামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।এদিন অসুস্থতার কারণে রিজভী আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের ও জামিন আবেদন দাখিল করেন। আদালত তা মঞ্জুর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, মতিঝিল থানা মামলায় রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।মতিঝিল থানার মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ নভেম্বর মতিঝিল থানা এলাকায় হরতাল-অবরোধ চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেন। ঘটনার দিন মামলা করে মতিঝিল থানার উপপরিদর্শক কেএম আজিজুল হক। পরে একই বছরের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে মতিঝিল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সম্পূরক অভিযোগপত্র দেন।

খিলগাঁও থানার মামলাটি গত বছরের জানুয়ারিতে দায়ের করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।