chumki

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, যারা এদেশের মা-বোনদের নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবিদের হত্যা করে দেশর স্বাধীনতা চিরতরে বন্ধ করতে চেয়েছিল, যাদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে। সেই মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আলবদর বাহিনীর সন্তানদের নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করে প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার না, এদেশের মানুষ শান্তি থাকুক, এদেশের উন্নতি হউক তারা এটা চায় না। আমার পিতা শহীদ ময়েজউদ্দিন আহমেদের হত্যাকারী ৩০ জনের মধ্যে ১২ জনই বিএনপির বর্তমান কমিটিতে রয়েছে। তিনি মসজিদের ইমাম, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি নিজ নিজ অবস্থানে থেকে ছাত্রছাত্রীদের ভুল-ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি না করে সঠিক ধর্মের ব্যাখ্যা ও তথ্য দেয়ার এবং কাজ করার আহবান জানান।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে হত্যা করা কখনো কোন ধর্মে জায়েজ হতে পারে না। ১৯৭৫ সালের বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচার না করে বিএনপি সেই সময় ইনডেমনিটি আইন করে বিচার বানচাল করেছিল। যারা মানুষের রগ কেটেছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের নেতৃত্বে বর্তমান জঙ্গির উত্থান হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা কনভেনশনে বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্তি পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, আনসার ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ডেন্ট ড. মোঃ সাইদুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গনি ভুইয়া, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন ও শর্মিলী দাস, কালীগঞ্জ পৌর মেয়র লুৎফুর রহমান, জাসদের উপজেলা সভাপতি মোফাজ্জল হোসেন পটল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।