পুরুষদের দলগত জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয় করল জাপান

পুরুষদের দলগত জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয় করল কোহি উচিমুরার নেতৃত্বাধীন জাপান জিনম্যাস্টিকস দল। সোমবার দুইবারের চ্যাম্পিয়ন চীনকে টপকে এই পদক জয় করে প্রতিবেশী দেশটি।এতে রৌপ্য পদক জয় করেছে রাশিয়া। ২০০০ সালের পর প্রথমবারের মত এই ইভেন্টে পদকের দেখা পেল রুশ দলটি। চীন পেয়েছে ইভেন্টের ব্রোঞ্জ পদক। রিও অরিম্পিক এরিনায় অনুষ্ঠিত ফ্লোর রোটেশনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন জাপান ০.২০৮ ব্যবধানে রাশিয়াকে এবং ০.৭৩৯ ব্যবধানে চীনকে পেছনে ফেলে।সর্বশেষ ২০০৪ সালে স্বর্ণপদক জয়ী জাপান এই প্রতিযোগিতায় স্কোর করেছে ২৭৪.০৯৪ পয়েন্ট। এতে রাশিয়া ও চীন যথাক্রমে ২৭১.৪৫৩ ও চীন ২৭১.১২২ পয়েন্ট লাভ করে।

এদিকে, রিও অলিম্পিকে টেনিস ইভেন্টের মহিলা এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। সেরেনা ও কারবারের পাশাপাশি তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন ইতালির সারা ইরানি ও অস্ট্রেলিয়ার সামান্থা স্টুসার।বেইজিং-এ নাম পারলেও, লন্ডন অলিম্পিকে ঠিকই স্বর্ণ জিতেন সেরেনা। এবারও স্বর্ণপদকের স্বাদ নিতে চান তিনি। ইতোমধ্যে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা। ফ্রান্সের আলিজি কর্নেটের বিপক্ষে জয় পান উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।কর্নেটের বিপক্ষে প্রথম সেট জিততে বেশ ঘাম ঝরাতেই হয়েছে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনাকে। টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/৫) গেমে জিতে তিনি। তবে দ্বিতীয় সেট জিততে মোটেও বেগ পেতে হয়নি সেরেনাকে। ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতেন তিনি।তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে সেরেনা বলেন, ‘স্বর্ণ জিততে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে। আশা করছি পরের ম্যাচগুলোও ভালো খেলতে পারবো।দ্বিতীয় রাউন্ডের বাধাঁ পেরোতে খুব বেশি কষ্ট করতে হয়নি বিশ্বের দুই নম্বর খেলোয়াড় কারবারকে। কানাডার ইউগিনি বুচার্ডকে সরাসরি সেটেই হারিয়েছেন তিনি। ৬-৪ ও ৬-২ গেমে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নেন কারবার।