স্টার জলসার পাখি এবার মোশাররফ করিমের নায়িকা

কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার বহুল আলোচিত সিরিয়াল বোঝে না সে বোঝেনা-এর কথা বাংলাদেশের দর্শকদের ভোলার কথা নয়। সিরিয়ালটির প্রধান চরিত্র পাখির কস্টিউমের অনুকরণে পাখি ড্রেস নিয়ে কম জল ঘোলা হয়নি। সেই ‘পাখি’ এবার জুটি বাঁধছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে!

না বড় পর্দার কোন মুভিতে নয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহিউদ্দীন আহমেদের রচনায় পারভেজ আমিন নির্মাণ করছেন টেলিছবি মেঘবালিকা। আগস্টের শুরুতে ভারতের মানালিতে সেই টেলিছবির শুটিং হয়েছে। এই টেলিছবিতেই অভিনয় করছেন পাখি খ্যাত কলকাতার অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। এর আগে মধুমিতা বাংলাদেশের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে টেলিছবি এটাই প্রথম।

জানা গেছে, মধুমিতাও দারুণ ভক্ত মোশাররফ করিমের। তার বহু নাটক-সিনেমা মধুমিতার দেখা শেষ। মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। মোশাররফ করিমের সঙ্গে আরও কাজ করার ইচ্ছে পোষণ করেন তিনি। কোরবানির ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিছবিটি প্রচারিত হবে।