কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি বিপ্লব চন্দ্র দাসকে ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকালে তাকে কুমিল্লার ৯নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে হাজির করলে বিপ্লব ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহকে গুলি করার কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতা এবং মার্কেটিং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী বিপ্লব। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ এ কথা নিশ্চিত করেছেন।
এসআই শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার ভোর ৫টায় ঢাকার রামপুরা থেকে বিপ্লবকে গ্রেফতার করে কুমিল্লা নিয়ে আসা হয়। শনিবার বিকালে আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর অন্য ঘাতকরাও শনাক্ত হয়েছে। তাদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান চলছে।
প্রসঙ্গত, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র ও কবি নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়শজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মো. রেজাউল ইসলাম, জাহিদুল আলম, আবুবকর ছিদ্দিক, সুদীপ্ত নাথ, রুপম চন্দ্র দেবনাথ, সজন বরণ বিশ্বাসসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বুধবার ওই ছাত্রদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করে।