তক্ষক

গাজীপুরের শ্রীপুরে ৪৮টি তক্ষকসহ ১০জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। রবিবার বিকেলে শ্রীপুরের জৈনাবজারের নগর হাওলা এলাকা থেকে তাদের আটক এবং তক্ষক গুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১এর উপ অধিনায়ক মেজর আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুরের জৈনা বাজারের নগর হাওলা এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি তক্ষক উদ্ধার এবং ১০ ব্যাক্তকে আটক করা হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।