Gazipur-(1)- 07 August 2016-Dead Body Recovered-2

গাজীপুরে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৭ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি।

জয়দেবপুর থানার এসআই শেখ হাজ্জাজ মাহমুদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের শশ্বান-পাজুলিয়া সড়কের চাপুলিয়া এলাকার স্বদেশ ট্রেনিং সেন্টারের পাশের পুকুর পাড়ে একটি আম গাছের সঙ্গে বসা অবস্থায় রশি দিয়ে বাঁধা এক যুবকের মরদেহ রবিবার দেখতে পায় স্থানীয়রা। তার মাথা ও মুখমন্ডল সার্ট দিয়ে গলা পর্যন্ত মুড়িয়ে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরনে এ্যাশ রংয়ের হাতা কাটা গেঞ্জি ও জিন্সের প্যান্ট এবং হাল্কা আকাশী রংয়ের সার্ট রয়েছে। নিহতের গলার উভয়দিকে রাশি দিয়ে পেঁচানো কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে তাকে শ^াসরোধে হত্যার পর লাশ গাছের সঙ্গে বেঁধে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।