গাজীপুরে পিস স্কুলের ৩ কর্মকর্তা ও শিক্ষক আটক 

গাজীপুরে ন্যাশনাল পিস একাডেমির নাম পরিবর্তন ও পরিচয় গোপন করে অন্য নামে চালানোর অভিযোগে ওই স্কুলের এক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আক্তার হোসেন। এসময় পুলিশ ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের স্ত্রী ও পরিচালক দিলরুবা আহমেদ এবং সহকারী শিক্ষক আরিফা বেগমকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে পরে তাদের ছেড়ে দেয়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গাজীপুর শহরের বরুদা এলাকায় মালয়েশিয়া প্রবাসী সুলতান উদ্দিন একটি ভবনের দুটি ফ্লোর ভাড়া নিয়ে তাতে ‘ন্যাশনাল পিস একাডেমি’ নামের ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ বাদল আহম্মেদ। এতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। স্কুলটিতে বিভিন্ন শ্রেণিতে ৯২ জন ছাত্রছাত্রী আছে। স্কুলটির কোনো নিবন্ধন নেই বলে জানা গেছে। বর্তমানে সরকার পিস স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিলে কর্তৃপক্ষ সম্প্রতি ওই প্রতিষ্ঠানটির পরিচয় গোপন ও নাম পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করে কার্যক্রম চালাচ্ছিল। স্কুলটির পরিবহন ভ্যান এবং ভবনের সীমানা প্রাচীরে লেখা আগের নামটি থেকে ‘পিস’ লেখাটি সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে। এ ছাড়া স্কুলের আগের সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের স্ত্রী ও পরিচালক দিলরুবা আহমেদ, সহকারী শিক্ষক আরিফা বেগম ও আক্তার হোসেনকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে দিলরুবা আহমেদ ও আরিফা বেগমকে ছেড়ে দেয়া হয় এবং আক্তার হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন নিজেকে ওই প্রতিষ্ঠাণের পরিচালক ও শিক্ষক হিসেবে দাবী করেছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।