গুগল ম্যাপ থেকে মুছে গেলো 'ফিলিস্তিন'গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে গুগল। ফিলিস্তিনের ভৌগলিক ম্যাপ এখন ইসরায়েলের ম্যাপের মধ্যে মিশে গিয়েছে। গুগল ম্যাপে সার্চ করে এখন পাওয়া যাচ্ছে না ফিলিস্তিনের নাম। সেখানে গাঁজা, তেল আবিব, ইসরায়েল, আমান সবার নাম থাকলেও নেই ফিলিস্তিনের নাম। ফিলিস্তিনের নানান শহরের নাম ইসরায়েলের মধ্যে মিশে গেছে।

গত ২৫ জুলাই আপডেটের পরে ফিলিস্তিন বাদ পরেছে গুগল ম্যাপের তালিকা থেকে। তবে এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকরা। এই ধরনের ঘটনা ইতিহাস বিকৃত করবে, ভুগোল বিকৃত করবে এবং ফিলিস্তিনের জনগণের অধিকারকে খর্ব করবে বলেই মনে করেন তারা। খুব দ্রুতই নামটি আবারও গুগলের মানচিত্রে ফিরিয়ে আনার দাবি তাদের।