আসামের বাজারে জঙ্গি হামলা, নিহত ১২ভারতের আসামে একটি বাজারে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (০৫ আগস্ট) আসামের কোকরাঝড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী অন্তত চার থেকে পাঁচজন। তারা স্থানীয় একটি বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি।