আজ ৩১ জুলাই ২০১৬ রবিবার সকাল ১১.০০ টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন Hello CT মোবাইল অ্যাপ্ এর শুভ উদ্বোধন করলেন। এ সময় পুলিশের মহাপুলিশ পরিদর্শক জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম, ডিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ কমিশনার, জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম স্বাগত বক্তব্য রাখেন ও অ্যাপ্টি তৈরীর প্রেক্ষাপট ও যৌক্তিকতা ব্যাখ্যা করেন। এরপর ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, সকলের প্রয়োজনে এই অ্যাপ্িট ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত। এই অ্যাপ্ চালুর মাধ্যমে জনগণ এখন যে কোন স্থান থেকে পুলিশকে তথ্য প্রেরণ করতে পারবেন।
সম্মানিত নাগরিকবৃন্দ নি¤েœ বর্ণিত বিষয়ে তথ্যাদি/ছবি/ভিডিও পুলিশকে অবহিত করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে নিজেদের নাম পরিচয় গোপন রাখতে পারবেন।
জঙ্গীবাদ/উগ্রবাদ
সাইবার ক্রাইম
বোমা/বিষ্ফোরক/অস্ত্র/মাদক
আন্তঃদেশীয় অপরাধ/জালিয়াতি
মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সম্পর্কে
উল্লেখিত তথ্যে প্রেরক ঘটনার স্থান/কাল সম্পর্কিত তথ্যাদি জানাতে পারবেন।
উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স