ডেসটিনির সম্পত্তি একটি স্বার্থান্বেষী মহল লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নব নির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল।শনিবার সকালে জাতীয় প্রসক্লাবের সামনে দৈনিক ডেসটিনি সম্পাদক, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বর্তমানে এই দুটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বেতন-বোনাস ঠিকমত হয় না। তারপরেও কর্মীদের সহযোগিতায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটি চালিয়ে রেখেছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল ডেসটিনির সম্পত্তি লুটেপুটে খাচ্ছে। আবার তারাই মিডিয়া দুটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।তিনি বলেন, রফিকুল আমীন আইনগতভাবে মোকাবেলা করেই জামিন পেয়েছেন। তিনি দু’একদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছি। তিনি মুক্তি পেলে দৈনিক ডেসটিনি ও বৈশাখীর কর্মীরা আর সঙ্কটে থাকবেন না।’
বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, রফিকুল আমীন দোষী হলে তার বিচার হবে। কিন্তু বিচার না করে দিনের পর দিন তাকে জেলে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে দৈনিক ডেসটিনি ও বৈশাখী টেলিভিশনের কর্মীরা। তারা কষ্টে আছেন। তাই অবিলম্বে রফিকুল আমিনের মুক্তির দাবি জানাচ্ছি।মানববন্ধনে দৈনিক ডেসটিনি ও বৈশাখী টেলিভিশনের কর্মীরা অংশগ্রহণ করেন।