কেরানীগঞ্জে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিরা হাজিরা দেবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে (শুক্রবার) সকালে আমার কথা হয়েছে। আসামিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হবে। শুক্রবার দুপুরে কারা অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে কবে থেকে এ কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, শিগগিরিই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। বন্দিদের কারাগারে রেখেই হাজিরা নিশ্চিতের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হবে। কী ধরনের বন্দিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন যারা দুর্ধর্ষ তাদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দি স্থানান্তরের কাজ শুরু হয়। তবে কেরানীগঞ্জে নারী বন্দিদের জন্য কোনও ওয়ার্ড নেই। তাই আগেই তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ, জঙ্গি, সন্ত্রাসী এবং ভিআইপি বন্দিদের আগেই স্থানান্তর করা হয়েছে।