গাজীপুরের শ্রীপুরে শুক্রবার জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। আটক ওই যুবকের নাম পারভেজ সাকি (২৪)। তার বাড়ি গোপালগঞ্জের কোটালী পাড়া এলাকায়।
শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ও এলাকাবাসি জানায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের একটি মসজিদ এলাকায় শুক্রবার জুমার নামাজের পর সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা পারভেজ নামের এক যুবককে আটক করে। এসময় যুবকের দেহ তল্লাশি করে তার কাছে থেকে হাতে লেখা একটি চিঠি পায় স্থানীয়রা। ওই চিঠিতে ‘মুসলমানদেরকে টার্গেট করা যাবে না।’ ‘সবাই যেন আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়, তাদেরকে কমান্ডার বানাতে হবে। ৫জন করে আলাদা আলাদা টিম গঠণ করতে হবে। সবাইকে এক সঙ্গে রাখা যাবে না।’ ইত্যাদি ছাড়াও বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা লেখা রয়েছে। পরে আটক ওই যুবককে শ্রীপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় গাজীপুর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানাগেছে।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন জানান, জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে সে সত্যিই জঙ্গি কি-না তা যাচাই করা হচ্ছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।