নিহত হওয়ার আগে ছবি তুলেছিল কল্যাণপুরের জঙ্গিরা-1কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে আরো একজনকে মার্কিন নাগরিক বলে শনাক্ত করেছে পুলিশ। তার নাম তাজ-উল-হক রাশিক। তিনি ১৯৯০ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। বাবা রবিউল ইসলাম ও মা জাহানারা বেগম তখন আমেরিকায় অবস্থান করেছিলেন। জন্মসূত্রে রাশিক ছিল আমেরিকার নাগরিক। গতকাল ধানমন্ডির ১১/এ নম্বর রোডের ৭২ নম্বর বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে সাংবাদিকদের কাছে এসব তথ্য দেন নিহত রাশিকের বাবা রবিউল ইসলাম।

নিহত রাশিকের পারিবারিক সূত্র জানায়, গত ৫ এপ্রিল রাশিক বাসা থেকে নিখোঁজ হয়। অভিমানে ছেলে চলে গেছে-এমন ভাবনা থেকে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি করা হয়নি। রাশিক নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ত্রিপল ই) বিভাগ থেকে গত বছরের ১৫ ডিসেম্বর মাস্টার্স শেষ করে।

গত বছর দুইবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ধানমন্ডির ঐ বাসায় রাশিকের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন বলে পরিবারের একটি সূত্র নিশ্চিত করেছে।  তার বাবা রবিউল ইসলাম বলেন, হাসনাত রেজা করিম গত বছর দুইবার তার বাসায় এসে ছেলের সঙ্গে দেখা করেন। ড্রইং রুমে বসে হাসনাত রেজা করিম তার ছেলের সঙ্গে অনেক সময় ধরে গল্প করেন। তবে কী আলাপ হয়েছে- সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। রাশিক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির হিযবুত তাহরীরের সদস্য।

এ অভিযোগে গত বছরের ১৫ আগস্ট ধানমন্ডি থানা পুলিশ রাশিককে বাসা থেকে আটক করেছিল। পরে মুচলেকা দিয়ে রাশিককে ছেড়ে দেয়া হয়। গতকাল রাশিকের বাবা, মা ও ছোট ভাই সবুজ ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন।