দেশে সন্ত্রাস জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। জামায়াত-বিএনপি দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোববার সকালে রাজশাহীর তানোর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও মৎস্য অধিদপ্তরের জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী আলোচনা ও পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন। এরআগে ফলদ বৃক্ষ মেলার ১৪টি স্টল পরিদর্শন করে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, আ.লীগ নেতা ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আরব আলী, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদারসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সন্ত্রাসি কর্মতৎপরতায় এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ থেকে এর মোকাবেলা করতে হবে। এদিকে, বিকেলে উপজেলা অডিটোরিয়ামে তানোর উপজেলার বিদায়ী হাজীদের সঙ্গে মতবিনিময়ের সময় বক্তব্য দেন। পরে বিদায়ী হাজীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা। #
মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি