বাংলাদেশে নিরাপত্তা ইস্যুতে যখন বিভিন্ন মহল উদ্বিগ্ন, ঠিক সেই সময়ে সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করতে আসছে ইরানের সারভিগাস কোম্পানি। সোমবার বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সারভিগাস কোম্পানি। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি বুলেট ট্রাক, শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের ট্যাংক এবং বিভিন্ন ধরনের সিলিন্ডার উৎপাদনের জন্য বাংলাদেশের স্টার ইনফাস্ট্রাকচার ডেভলপমেন্ট কনসোরটিয়াম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এক চুক্তি স্বাক্ষর করবে। এফবিসিসিআই-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি ও এনাজি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।