গুলশান হামলার মূল হোতারা চিহ্নিতগুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ‘মূল হোতাদের’ সম্পর্কে তথ্যসূত্র পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তার এখন ‘সময়ের ব্যাপার’ বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার (২৪ জুলাই) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিসানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র।’ তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবমিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।’

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এছাড়া জঙ্গিদের গ্রেনেডে নিহত হোন দুই পুলিশ কর্মকর্তা। ২ জুলাই যৌথ অভিযানে ৩০ জনের বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।