জার্মান পুলিশ মিউনিখের একটি ব্যস্ত শপিংমল ও এর আশপাশে যে হামলায় নয়জন নিহত হয়েছে তাতে হামলাকারী একজন ছিল বলেই ধারণা করছে। পুলিশ শনিবার এ কথা জানিয়ে বলেছে, সে একাই ঠান্ডা মাথায় এ ভয়াবহ হামলা চালিয়ে পরে আতœহত্যা করে। এক সপ্তাহের মধ্যে ইউরোপে বেসামরিক নাগরিকদের ওপর তৃতীয় এ হামলায় অলিম্পিয়া (ওইজি) মলে দোকান মালিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে এলিট পুলিশ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে। তিনজন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
পুলিশ প্রধান হুবার্টাস আন্দ্রায়ি এ হামলার পর সাংবাদিকদের বলেন, ‘হামলাকারির বয়স ১৮ বছর। সে ইরানী বংশোদ্ভূত জার্মান নাগরিক।’ হামলাকারীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এর আগে তার বিরুদ্ধে ‘অপরাধের কোন রেকর্ড নেই।’ তিনি আরো বলেন, ‘এই হামলার উদ্দেশ্য জানা যায়নি।’ এদিকে এর আগে বাভারিয়ান রাজধানীতে পুলিশের এক মুখপাত্র এ হামলার সঙ্গে ইসলামি কোন সংগঠনের সম্পৃক্ততার কথা উল্লেখ না করেই একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছিল। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার দিকে শুরু হওয়া এ হামলায় নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।