মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে অচিরেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তিনি বলেন, জঙ্গীবাদ নির্মূলে প্রয়োজনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে।
তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কর্তৃক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সন্ত্রাস জঙ্গীবাদ- রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, প্রফেসর সাজিদুল ইসলাম, এম এ করিম, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ সামছুল আলম এবং এ কে এম ওবাইদুল্লাহ।
এডভোকেট আক.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, আইএস নামধারী জামায়াত ও বিএনপি বর্তমান সরকারের অগ্রযাত্রাকে বিঘিœত করার লক্ষ্যে প্রতিহিংসা ও নাশকতামূলক কাজ করছে, মানুষ হত্যা করছে। তাদের এই জঘন্য কর্মকান্ডের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ প্রতিবাদমুখর হয়েছে।তিনি জঙ্গী তৎপরতার বিরুদ্ধে স্বাশিপের মাসব্যাপী কর্মসূচির ভূয়সী প্রশংসা করে জঙ্গীবাদ দমনে সকল শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহবান জানান।