রুহুল কবির রিজভী আহমেদসরকারের নীলনকশার অংশ হিসেবেই খালাস পাওয়া মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বিএনপির এই নেতা বলেন, ‘একটার পর একটা ইস্যু যেমন তারা তৈরি করেছেন, সেই ইস্যু তৈরি করারই ফল আমরা আজকে দেখতে পেলাম। যে মামলায় খালাস পাওয়ার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সেই মামলায় আজকে দুদক এবং সরকার তাদের নীলনকশার অংশ হিসেবে শাস্তি দেওয়া হলো। আমরা আবারও সরকারের এই হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ জনকে আটক করারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় যেন কেউ প্রতিবাদ না করতে পারে, সে জন্যই পুলিশ নেতাকর্মীদের আটক করে আতঙ্ক তৈরি করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়া পরিবারকে ধ্বংস এবং বিএনপিকে দুর্বল করতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছে সরকার।

এর আগে সকালে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়েছে।