গুলশানে নামছে ৩০ এসি বাস, ২০০ বিশেষ রিকশাগুলশানের ডিপ্লোমেটিক জোনে বিদেশিদের নিরাপত্তায় ৩০ এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান করেন।

সম্প্রতি গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার পর কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ‘গুলশানের ডিপ্লোমেটিক জোনে বিদেশিদের নিরাপত্তায় ৩০টি এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে।’

এই এলাকায় ‘পায়ে হেঁটে’ প্রবেশের সব রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি। এজন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে ‘আলোচনা করেই’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব এলাকা থেকে অবৈধ ও বেসরকারি সব প্রতিষ্ঠানও সরিয়ে ফেলা হবে বলেও জানান তিনি। বলেন, ‘এই এলাকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা হয়েছে। তারা শিগগিরই অন্যত্র প্রতিষ্ঠান সরিয়ে নেবেন।’ এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।