তুরস্কে ক্যু’তে জড়িত সেনাদের গোপন যোগাযোগ ফাঁসতুরস্কের ক্যু কারি সেনারা ক্যুর আরে ও পরে যোগাযোগের নথি প্রকাশ করেছে আল-জাজিরা টিভি চ্যানেল। গোপন মেসেজে দেখা যাচ্ছে, ক্যু চলার সময় সামরিক অফিসাররা যোগাযোগের জন্য একটি ওয়াটসআপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতো । এই মেসেজে দেখা যাচ্ছে সেনা কর্তা কিভাবে মিডিয়া বন্ধ করতে হবে, জনতার উপর গুলি করতে হবে তার তরিকা বাতলিয়ে দিচ্ছিলো । দেখুন সেই ওয়াটস আপ মেসেজের কিছু সক্রীনসট ।