অলিম্পিকে আইএস’ হুমকিআগামী মাসে অনুষ্ঠেয় রিও অলিম্পিক গেমসে ইসলামী স্টেটের (আইএস) হামলার হুমকির সবগুলো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের গোয়েন্দা সংস্থা। গেমস মাঠে গড়ানোর মাত্র তিন সপ্তাহর ও কম সময় আগে ব্রাজিলের একটি ইসলামী গ্রুপ নতুন করে হামলার এই হুমকি দিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে যে ‘আনসার আল খলিফা ব্রাজিল’ নামের একটি সংগঠন রোববার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে জানিয়েছে যে তারা আইএস নেতা আবু বকর আল বাগদাদির অনুসারী এবং আইএস এর যে কোন ধরনের কর্মসুচি বাস্তবায়নে প্রস্তুত। আরবী, ইংরেজি ও পুর্তগীজ ভাষায় বার্তাটি পাঠানো হয়েছে।

এদিকে গত সপ্তাহে ফ্রান্সের নিস নগরীতে ট্রাক সন্ত্রাসের মাধ্যমে হতাহতের ঘটনার পর ব্রাজিলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। অলিম্পিক চলাকালে রিওর রাজপথে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি সড়ক অবরোধ করে তল্লাসি সহ বিভিন্ন নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহনের উদ্যেগ নেয়া হয়েছে।গত সপ্তাহান্তে ক্রীড়া ভেন্যুগুলোর কাছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি মহড়া দেয়া হয়েছে। আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া গেমস উপলক্ষে কমপক্ষে ৫০ হাজার বিদেশী ব্রাজিল সফর করবে বলে ধারনা করা হচ্ছে।

এক বিবৃতিতে ব্রাজিলের গোয়েন্দা সংস্থা এবিআইএন জানায়,‘রিও ২০১৬ সংশ্লিষ্ঠ হুমকির ঘটনাগুলো বিশেষ করে সন্ত্রাসী হামলার বিষয়গুলো খুঁটিয়ে দেখা হচ্ছে। এদের অনেকগুলো বাতিল করা হয়েছে, বাকী গুলো সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।’ তবে সন্ত্রাসী গ্রুপ গুলোর হামলার খবর কখন সনাক্ত করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি সংস্থাটির মুখপাত্র।

গত মাসে সংস্থাটি নিশ্চিত করেছিল যে তারা আইএস এর টেলিগ্রাম এ্যাপসের একটি বার্তা শনাক্ত করতে পেরেছে। এই চ্যানেল দিয়েই আইএস তাদের বিভিন্ন বার্তা আদান প্রদান করে। পর্তুগীজ ভাষায় প্রেরিত ওই বার্তায় ব্রাজিলে কোন ধরনের হামরার হুমকি ছিলনা বলেও তারা জানায়। বৃহস্পতিবার নিস হামলার পর ব্রাজিল আন্তর্জাতিক মহলকে পুনরায় আশ্বস্ত করে বলেছে যে, রিও গেমস নিরপদ হবে এবং যে কোন ধরনের সন্ত্রাসী হামলার হুমকিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষন করা হবে। সোমবার এক ভিডিও বার্তায় ব্রাজিলের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টিমের বিশ্ববাসীকে রিও অলিম্পিকে আসার এবং ব্রাজিলের এই গেমস ও সৌন্দর্য্য উপভোগ করার আমন্ত্রন জানান।