বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ৩৩ জন জঙ্গি রয়েছে। তিনি বলেন, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় থেকেই ১১ জনকে জঙ্গি হিসেবে সনাক্ত করা হয়েছে। বাকি ৮টি বিশ্ববিদ্যালয় থেকে ২২ জনকে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত জঙ্গিবাদী অপশক্তির উদ্বেগ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। আবদুল মান্নান বলেন, কিছু কিছু বিশ্ববিদ্যালয় মনে করে তারা আইনের উর্ধ্বে। এদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ না করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্ত করার জন্য কিছু কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। যা একমাসের মধ্যে বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালকে জানানোর কথা ছিলো। দীর্ঘদিন অতিবাহিত হলেও ওই নির্দেশ পালন করেনি কর্মকর্তারা। তবে, জঙ্গি হিসেবে চিহ্নিত এই ৩৩ জন শিক্ষক নাকি ছাত্র তা বলেননি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।