ইসরাইলের সঙ্গে সৌদির নতুন বন্ধুত্ব, চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

ইসরাইলের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলছে সৌদি আরব। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হয়েছে! এ খবর দিয়েছে এশিয়ান বার্তা সংস্থাসহ আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো। ইসরাইলের বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ-করা সৌদি বিমানগুলোর ছবিও প্রকাশ করেছে এশিয়ান বার্তা সংস্থা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ মাহইউব বলেছেন, আমরা এটা বলতে পেরে আনন্দিত যে সৌদি আরবের ৭৮৭ মডেলের একটি বোয়িং বিমান গত সাত জুলাই গ্রিনিচ-মান সময় ৭টার সময় বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ করেছে।

ইসরাইলের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার সৌদি পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদির এই পদক্ষেপ আরব বিশ্বে ইসরাইলের ক্রমবর্ধমান কোণঠাসা বা একঘরে অবস্থা ভেঙ্গে দেয়ার ক্ষেত্রে অত্যন্ত জোরালো সহায়ক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়ান নিউজ লিখেছে, খুব শিগগিরই বর্ণবাদী ও দখলদার ইসরাইল হবে আরব পুঁজিপতিদের অর্থ বিনিয়োগের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র।