ব্রাহ্মণবাড়িয়ায় সেনা সদস্যর স্ত্রীকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক সেনা সদস্যর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরের বগাবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

নিহত পারভীন আক্তার পুতুল (৪৫) এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী। তৌহিদ বাংলাদেশে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত।ওসি বলেন, দুপুরে নিজ বাড়িতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।হত্যাকান্ডের ধরন দেখে পরিকল্পিত বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।