ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করেছেন ডেভিড ক্যামেরন। তিনি ছয় বছর পর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এদিনই তার উত্তরসূরি হতে যাচ্ছেন টেরেসা মে। তিনিই বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ইতোমধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়েছেন তিনি।

ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হওয়ার দৌড় থেকে সর্বশেষ প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রিয়া লিডসম সরে দাঁড়ানোর ফলে টেরেসার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। আর মঙ্গলবারই ছিল প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের শেষ দিন।গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে রায় যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেপ্টেম্বরে তাঁর বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন বুধবারই বিদায় নিচ্ছেন।