যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা এবং আগামি প্রধানমন্ত্রী হতে চলেছেন থেরেসা মে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে জ্বালানিমন্ত্রী অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে’র প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটি এখন প্রায় নিশ্চিত।
অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোয় বিষয়টি হয়ে দাঁড়ালো ফাঁকা মাঠে গল দেয়ার মত। থেরেসা মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির ভোট পাবেন। সরে দাঁড়ানোর আগে লিডসাম জানিয়েছেন, থেরেসার প্রতি দলের ৬০ শতাংশেরও বেশি নেতার সমর্থন রয়েছে। যুক্তরাজ্যের সংবিধান অনুযায়ী দেশটির ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। ক্যামেরনের পদত্যাগের পর থেরেসা যেহেতু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন, কাজেই তিনিই উঠছেন ১০ ডাউনিং স্ট্রিটে। এদিকে আগামি বুধবার ১৩ জুলাই ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করছেন বলে জানিয়েছে বিবিসি। সব দিক দিয়ে থেরেসা মে’র অবস্থান ও সময় অনুকূলে রয়েছে।