02-07-16-Shootings Blasts At Gulshan Restaurant-82মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গুলশানের আর্টিজান হলি বেকারি থেকে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৩ জনকে। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র দৈনিকবার্তাকে এই তথ্য জানিয়েছে। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে একজন জাপানি নাগরিক বলে জানা গেছে। আর নিহতদের সবাই জঙ্গি বলে জানা গেছে।

এর আগে টানা ৪৫ মিনিটের কমান্ডো অভিযানের মধ্য দিয়ে অবসান ঘটানো হয় প্রায় ১২ ঘণ্টার জিম্মিদশা।

মুহুর্মুহূ গুলি ও গ্রেনেডের শব্দে চলতে থাকে ৪৫ মিনিটের ওই অভিযান। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে সোয়া ৮টা পর্যন্ত চলে এ গোলাগুলি। পরে গুলির শব্দ থেমে এলে ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধার অভিযানে এগিয়ে যান।