19-06-16-Arms Recovery_Uttara-3রাজধানীর তুরাগ থানা এলাকার উত্তরার বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমান অস্ত্র নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘সেনসেটিভ’ ইস্যু উল্লেখ করে এর তদন্ত ‘দুদিনও লাগতে পারে আবার ১২ বছরও লাগতে পারে’ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার (২৭ জুন) দুপুরে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অসহায় এতিম ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পুলিশের লালবাগ বিভাগ।

উত্তরায় উদ্ধার হওয়া অস্ত্র প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এটা মোটেও সন্ত্রাসীদের কাজ নয়। এটা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’ তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি খুব সেনসেটিভ, তাই তদন্ত সম্পর্কে বেশি কিছু বলা যাচ্ছে না। দু’দিনও লাগতে পারে, ১২ বছরও লাগতে পারে।’

উল্লেখ্য, গত ১৭ ও ১৮ জুন উত্তরার বৌদ্ধ মন্দিরের পাশের এ খালে অভিযান চালিয়ে শতাধিক পিস্তল ও হাজার রাউন্ড গুলি উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা। একসপ্তাহ পর শনিবার (২৫ জুন) ওই একই খালে নতুন করে তিনটি বড় আকারের ট্রাভেলব্যাগ পাওয়া যায়। আরো আগ্নেয়াস্ত্র আছে কি না তা নিশ্চিত করতে অনুসন্ধান চালাবে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা।