আজ ২৭ জুন সোমবার দুপুর ০১.০০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উদ্যোগে আজিমপুর গভঃ গালর্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অসহায়, গরীব, এতিম ও দুস্থদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করলেন-ডিএমপি কমিশনার।
ডিএমপির লালবাগ বিভাগ আয়োজিত অসহায়, গরীব,এতিম ও দুস্থদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন-ঢাকা মহানগরীর প্রত্যেকটি বিভাগে পর্যায়ক্রমে গরীব অসহায়দের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ লালবাগ বিভাগে গরীব দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রিপিস ও শিশুদের কাপড় বিতরণ করা হল।
তিনি আরও বলেন-সামর্থ্যের সর্বোচ্চ বিন্দু দিয়ে চুরি ডাকাতি, ছিনতাই, মলমপার্টি তথা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির প্রত্যেকটি সদস্য রাত-দিন ২৪ ঘন্টা কাজ করছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ইফতার করছে । উক্ত ঈদ-বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।