মুক্তাগাছায় জগন্নাথ মন্দির ধ্বংসের পথে জমি বেদখল

ময়মনসিংহে মুক্তাগাছায় ৪ নম্বর বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়িতে অবস্থিত দৃষ্টিনন্দন শিব মন্দিরটি অযতœ আর অবহেলায় ধ্বংসের পথে । পাশাপাশি মন্দিরের দশ একর জমি বেদখল করে রাখার অভিযোগ উঠেছে । জগন্নাথ ছিলেন এই অঞ্চলের ক্ষমতাধর ভূস্বামী । তারই নামে অঞ্চলটির নামকরন হয় জগন্নাথবাড়ি । জগন্নাথ স্থানীয় হিন্দু অধিবাসীদের ধর্ম কর্মে মনোযোগী হতে নির্মাণ করেন স্মৃতি বিজড়িত স্বর্ণকুন্ডশোভিত কারুকার্যমন্ডিত মনকাড়া এই শিব মন্দির ।

ময়মনসিংহ – ফুলবাড়িয়া সড়কের পাশে নির্মিত মন্দিরটিতে আজ নেই পূজা অর্চনার ক্রিয়া কর্ম ।বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ইট সুরকি খসে গিয়ে পলেস্তার উঠে যাচ্ছে । মন্দিটিকে বট পাকুড় গাছ আকড়ে ধরেছে । মন্দিরের ভেতর সাপ আর চামবাদুর বাসা বেঁধেছে । ক্রমশ ডেবে যাচ্ছে মাটিতে ।স্থানীয় একজন প্রবীণ জানান , একসময় মন্দিরটি ঢাক ঢোল আর করতালের ঝুনঝুন শব্দে মুখরিত থাকত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মন্দির প্রতিষ্ঠাতা জগন্নাথের বংশধররা ভারতে চলে যাওয়ায় বন্ধ হতে থাকে মন্দিরের কার্যক্রম । কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে । মন্দিরের জমিতে প্রতিষ্ঠিত পুকুর বেদখল করে মাছ চাষ , রাইস মিল ও মার্কেট স্থাপনের অভিযোগ উঠেছে ।প্রতœতত্ত্ব নিদর্শন মন্দিরটি সংরক্ষণের দাবী এলাকাবাসীর ।মন্দির ও জমির ব্যাপারে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জানান, বিষয়টি আমার নজরে এসেছে । খতিয়ে দেখা হবে ।