৫০ হাজার পিস ইয়াবা
গতকাল ২৩ জুন’১৬ ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বকতার আহম্মেদ ও মোঃ নুর আলম(টিটু)নামীয় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়-তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে ।

কাউন্টার টেরোরিজম সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে আছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জমান,পিপিএম এর সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার শীলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় ।