Gazipur-(2)- 24 June 2016-Minister Cumki

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বয়োজ্যেষ্ঠ, স্বামী হারা নারী ও চলার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন এমন জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর এ কারণেই এই সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি বান্ধব। যতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে, ততদিন ওইসব সুবিধা বঞ্জিত মানুষদের পাশে থাকবেন।

তিনি শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির চলমান কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা ও তুমলিয়া ইউনিয়ন পরিষদ এ বিতরণ অনুষ্ঠাণের আয়োজন করে।

তুমলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ এবং ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার প্রমূখ। পরে তিনি একই কার্যক্রমের আওতায় স্থানীয় নাগরী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা বহি বিতরণ করেন।