পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার ফলাফল আসার পর পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।  গণভোটের ফলাফল প্রকাশিত হবার পর ১০নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এজন্য তিনমাস সময় নিয়েছেন ক্যামেরন। খবর বার্তা সংস্থা এএফপি’র।  ব্রিটেন যাতে ইউরোপীয় ইউনিয়নে থাকে সেজন্য জোর প্রচারণা চালিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ। ক্যামেরন বলেন, তিনি অক্টোবরে পদত্যাগ করবেন । ব্রিটেনের নতুন একজন প্রধানমন্ত্রী দরকার বলে তিনি এ সময় উল্লেখ করেন। আগামী তিনমাস পরে কনজারভেটিভ পার্টির কনফারেন্সে নতুন নেতা নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ের অন্য যেকোন নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। এই গণভোটকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্ব¡পূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়নি। অন্য কোন কনজারভেটিভ নেতা প্রধানমন্ত্রী হবেন নাকি সরকার ভেঙ্গে দিয়ে নির্বাচনে যাবে কনজারভেটিভ পার্টি তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে লন্ডনে। এই গণভোটের ফল প্রকাশিত হতেই এক ধাক্কায় অনেকটা পড়ে গিয়েছে পাউন্ডের দাম। ১৯৮৫ সালে পাউন্ডের দাম যা ছিল এখন সেই জায়গাতেই নেমে গেছে পাউন্ড।