জাতীয় বিশ্ববিদ্যালয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে সকাল ১০ টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনে বার্ষিক বাজেট ও রিপোর্ট পেশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।