130313_196

ময়মনসিংহ শহরের চৌরঙ্গীর মোড়ে বন্ধুর পিস্তলের গুলিতে বন্ধু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে পাচটার দিকে শহরের আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকায় ডা. নাসির উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম তৌহিদুল ইসলাম তরু (১৬)। সে শহরের ওয়ারলেস গেইট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে চলতি বছর স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীায় জিপিএ ৫ পেয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডাঃ নাসির উদ্দিনের আকুয়া চৌরাঙ্গীর মোড়ের বাসায় ডা. নাসির উদ্দিনের ছেলে শাফায়েত উল্লাহ বিন নাসির ও তাঁর বন্ধু মবি এবং রানাসহ কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ বাসার ভেতরে গুলির শব্দ হয়। কিছুন পরই তরু বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছে বলে প্রচার করে তরুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে বন্ধুরা কৌশলে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপ ওই যুবকের বুকে গুলি লেগেছে বলে পুলিশকে খবর দেয়। কোতোয়ালী পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল (রিভলভার) উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ঘটনার পর থেকে ডা. নাসির উদ্দিনের ছেলে শাফায়েত উল্লাহ বিন নাসির পলাতক রয়েছে।