ইনজুরির কারণে পুনর্বাসনে থাকা বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান অবশেষে বোলিং ফিরেছেন। বৃহস্পতিবার নেটে বল করেছেন আইপিএলে হ্যামস্ট্রিং সমস্যা পড়া এই তারকা।আইপিএলের প্রথম দিকে থেকেই টানা বল করছিলেন মোস্তাফিজ। কিন্তু প্লে-অফ ম্যাচের আগে হ্যামস্ট্রিং সমস্যা পড়ায় মাঠে নামতে পারেননি তিনি। অল্প সুস্থ হয়ে ফাইনাল ম্যাচে খেলেছিলেন। তার দল সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।
আইপিএল থেকে আসার পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ফিজিও ও ট্রেইনার জানিয়েছিলেন মোস্তাফিজকে দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। পরে জানা গেল আরো সময় লাগবে। ফলে কাউন্টিতে তার খেলতে যাওয়া হয়নি।বৃহস্পতিবার সকালে মিরপুরে বিসিবির জাতীয় একাডেমি মাঠের নেটে বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপের তত্ত্বাবধানে বল করেন মোস্তাফিজ। এ সময় তিনি টানা ছয় ওভার বোলিং করেন।দীর্ঘ দিন পর বোলিংয়ে ফেরা নিয়ে মোস্তাফিজ কোনো কথা বলেননি। হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপও কিছু জানাননি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, তিনি এখন বল করার জন্য ৮০ ভাগ প্রস্তুত। আগামী এক সপ্তাহ এক দিন পর পর বল করবেন এই তরুণ ক্রিকেটার।