বিশিষ্ট লোকশিল্পী আমান উল্লাহ গায়েন

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিশিষ্ট লোকশিল্পী, অসংখ্য জনপ্রিয় লোক গানের রচয়িতা, সুরকার ও গায়ক আমান উল্লাহ গায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে বুধবার (২২ জুন) রাতে কক্সবাজারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।তার এ মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও প্রবীর সরদার বলেন, কিংবদন্তি এ লোকশিল্পীর মৃত্যুতে দেশের লোকশিল্প চর্চার অপূরণীয় ক্ষতি হলো।

নিভৃতচারী ও প্রচারবিমূখ এ শিল্পী সারাজীবন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও অধিকার আদায়সহ নানা বিষয়ে নিরবচ্ছিন্নভাবে সঙ্গীত রচনা করে গেছেন। তাঁর মৃত্যুর মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে লোক শিল্প চর্চার এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো বলেও শোক বার্তায় মন্তব্য করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কিংবদন্তি লোকশিল্পীর প্রতি সম্মান জানাতে গত ১৭-১৯ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক সম্মেলনে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ওই উৎসবে উপস্থিত হয়ে তিনি সম্মেলন উদ্বোধন করা ছাড়াও সঙ্গীতও পরিবেশন করেন। বাংলার আবহমান সংস্কৃতিকে সবার সামনে নতুন করে তুলে ধরার প্রয়াস থেকেই অসংখ্য জনপ্রিয় লোকগানের স্রষ্টা নিভৃতচারী আমান উল্লাহ গায়েনকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল উদীচী। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।