ecommerce-bangladeshআন্তর্জাতিক মানের ই-কমার্স পোর্টাল এনআরবিবাইসেলের (nrbbuysell.com) যাত্রা শুরু হলো বাংলাদেশ থেকে। এই পোর্টালটি বাংলাদেশের প্রথম গ্লোবাল ই-কমার্স পোর্টাল। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে এই পোর্টালটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মু‌হিত।

অনুষ্ঠা‌নে ‌পোর্টাল‌টির চেয়ারম্যান দিলারা এ খান জানান, বিশ্বের যেকোন দেশের যেকোন মানুষ এ পোর্টাল থেকে তার পছন্দের পণ্য কিনতে পারবেন। ক্রয়কৃত পণ্য বিশ্বের ২২০টি দেশের যেকোন শহরের যেকোন ঠিকানায় পৌঁছে দেবে পোর্টালটি। বাংলাদেশে বসবাসরত যেকোন মানুষ এ পোর্টালের মাধ্যমে তার প্রবাসী আত্নীয় স্বজন বা বন্ধু বান্ধবদের উপহার পাঠাতে পারবেন। অনুরুপভাবে প্রবাসীরাও বাংলাদেশে স্বজন বা বন্ধুদের জন্য উপহার পাঠাতে পারেন।

তি‌নি আরো জানান, এ পোর্টা‌লে আন্তর্জাতিক সেবার পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ সেবা। ফলে বাংলাদেশে বসবাসরত যেকোন মানুষও পোর্টাল থেকে পণ্য কিনতে পারবেন দেশের যেকোন প্রান্ত থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান ও জাতিসংঘের সাবেক আবাসিক প্রতিনিধি আব্দুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পন্য বি‌ক্রি‌তে মূলত বাংলাদেশে উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্যকে অগ্রাধিকার দেবেন তারা। এর পাশাপাশি বিভিন্ন ওভারসীজ ব্র্যান্ডের পণ্যও পাওয়া যাবে এই পোর্টালে। অভিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভুত জনগনের নিত্য-নৈমিত্তিক চাহিদা পূরণে সবধরনের পণ্যের সমাহার নিয়ে সাজানো হয়েছে পোর্টাল‌টি। ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী পাইকারী কিংবা খুচরা মূল্যে যেকোন পরিমান পণ্য ক্রয় করতে পারবেন। চাহিদা মতো পণ্য কেনার পাশাপাশি ব্যবহারকারীরা বিশ্বের যেকোন শহর থেকে পণ্য বিক্রির উদ্দেশ্যে বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন।

ক্রেতারা যাতে সহজে এবং নিরাপদে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন সেজন্য ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি আন্তর্জাতিক কার্ড এবং বাংলাদেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবাসমূহ ব্যবহার করে মূল্য পরিশোধের সুবিধাও রাখা হয়েছে। ডিলারা এ খান ব‌লেন, আমাদের মূল্য পরিশোধ ব্যবস্থা বা পেমেন্ট গেটওয়েতে বাংলাদেশী টাকার পাশাপাশি মার্কিন ডলারেও মূল্য পরিশোধ করা যাবে। আমাদের পোর্টালটি বর্তমানে ২৬টি মার্চেন্ট এবং প্রায় হাজার খানেক পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে। পোর্টাল‌টির সা‌র্বিক তত্ত্বাবধা‌নে র‌য়ে‌ছে তথ্যপ্রযু‌ক্তি প্র‌তিষ্ঠান মার্স সল্যুশনস লি‌মি‌টেড।